জানুয়ারীতে কমে গেল প্রবাসীদের আয়
ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
চলতি অর্থবছর প্রায় সব মাসেই প্রবাসী আয় বাড়ার প্রবণতা ছিল। তবে বছরের প্রথম মাস জানুয়ারিতে তা কমে গেছে। গত মাসে প্রবাসীরা মোট ১২৩ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের বছরের একই মাস বা গত ডিসেম্বরের তুলনায় যা কম। রাজনৈতিক অস্থিরতাজনিত কারণে জানুয়ারিতে রেমিটেন্স কমেছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, ‘প্রবাসীরা দৈনন্দিন খরচ মেটানোর পাশাপাশি বিনিয়োগের উদ্দেশ্যে দেশে টাকা পাঠিয়ে থাকেন। তবে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকেই আর নতুন করে বিনিয়োগের চিন্তা করছেন না। এ কারণে প্রবাসী আয় কমেছে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের জানুয়ারির তুলনায় এই জানুয়ারিতে প্রবাসী আয় কম এসেছে ২ কোটি ৭১ লাখ ডলার, যা ২ দশমিক ১৫ শতাংশ। আর আগের মাস ডিসেম্বরের রেমিটেন্সের তুলনায় কমেছে ৪ কোটি ৩ লাখ ডলার, যা তিন দশমিক ১৬ শতাংশ। জানুয়ারিতে রেমিটেন্স কমার প্রভাবে সামগ্রিক প্রবৃদ্ধিতেও এর নেতিবাচক প্রভাব দেখা গেছে।
প্রতিক্ষণ/এডি/রাজু