জাপানি প্রধানমন্ত্রীর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
প্রতিক্ষণ ডেস্কঃ
গুলশান হামলায় জাপানের ৭ নাগরিকের মৃত্যুতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শিনজো আবে।
বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার দেশটির প্রধানমন্ত্রী রোববার এক বিবৃতিতে বলেছেন, ঢাকায় এই সন্ত্রাসী হামলা অগ্রহণযোগ্য এবং এটা ‘আমায় ভীষণভাবে ক্ষুব্ধ করেছে’। বিবৃতিতে আবে আরো বলেন, ঢাকায় যে ৭ জন নিহত হয়েছেন, তারা সবাই সেখানে গিয়েছিলেন বাংলাদেশেরই কল্যাণের জন্য।
ঢাকার ঘটনার আলোকে আবে প্রবাসে জাপানিদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। সেই সঙ্গে সন্ত্রাসবাদের মূলোৎপাটনে বিশ্ববাসীর সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকারও করেন জাপানি প্রধানমন্ত্রী।
ঢাকায় হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, তাদের বাংলাদেশে যাওয়ার জন্য একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীকেও ঢাকায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় যে ১৭ জন বিদেশি নিহত হন, তার মধ্যে ৭ জন জাপানি, যারা ঢাকার মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করছিলেন।
গত বছর এক জাপানি বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর গুলশানের এই ঘটনায় জাপানিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রবাসে নাগরিকদের নিরাপত্তা নিয়ে নিজ দেশের সরকারের কাজেও হতাশা প্রকাশ করেছে তারা।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া