তহিদুল ইসলাম (জাবি প্রতিনিধি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি অব ইকনোমিক্স (ডিএসই) এর কার্যকরী পরিষদ-২০১৬ কার্যকালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। মাকসুদুর রহমান আবিরকে সভাপতি এবং মুশফিক-উস-সালেহীনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়েছে বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।
এতে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. নূরুল হক এবং মডারেটর হিসেবে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খন্দকার মো. আশরাফুল মুনিম মনোনিত হন।
কমিটির অন্যান্য পদে আছেন সহ সভাপতি (বিতর্ক) মোকলেছুর রহমান ইরান, সহ-সভাপতি (প্রশাসন) শাহরিক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) আরাফাত রহমান নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রমাসন) মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আকবর খান, কোষাধ্যক্ষ শারমিন আহসান মুনা, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মোশাররাফুল ইসলাম শহীদ, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন ইমন, প্রেস ও মিডিয়া সম্পাদক মো. আসাদুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মুসা, সাংস্কৃতিক সম্পাদক সুলতানা জাহান মুন, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাফি আহমেদ।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন খুরশিদা জাহান মিতু, সারা ইসলাম রিতু, দীপ্তচন্দ্র ঘোষ, রেদোয়ান হোসেন খান, মেহেদী হাসান সুজন ও সারোয়ার ইমরান প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/এফটি