জাবিতে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি
তহিদুল ইসলাম (জাবি প্রতিনিধি)
একুশের প্রথম প্রহরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দেশের দীর্ঘতম শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
রবিবার রাত ১২টা ১মিনিটে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়েরসহ বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষকরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল রাত ১০টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে ভিড় করতে থাকে বিভিন্ন হল, বিভাগ ও সংগঠন।
উপাচার্যের পরে একে একে মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, শাখা ছাত্রলীগ, বিভিন্ন হল, বিভিন্ন বিভাগ, বিএনসিসি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সর্বশেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাবি প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহার নেতৃত্ত্বে প্রক্টরিয়াল টিমের সদস্যরা।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জাবি সাংবাদিক সমিতি (জাবিসাস)। জাবিসাসের সভাপতি বেলাল হোসাইন রাহাত ও সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজনের নেতৃত্বে সমিতির সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এ সময় জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ, সাবেক সভাপতি জনি আলম, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সৈকতসহ সমিতির বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
রবিবার সকালেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায় অনেকে। কেউ এসেছেন ব্যক্তিগতভাবে, কেউবা দলবদ্ধভাবে। তবে যারা রাতে আসতে পারেননি, তারা ভোরে শ্রদ্ধা জানাতে আসেন। ফুলে ফুলে সিক্ত করেন শহীদদের।
এদিকে, অমর একুশে উপলক্ষে গতকাল থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়। সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় শহীদ মিনার। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে মোতায়েন রাখা হয় পুলিশ।
প্রতিক্ষণ/এডি/এফটি