জামিন পেলেন সাংবাদিক আহমেদ রাজু

প্রকাশঃ মে ৩, ২০১৭ সময়ঃ ৩:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৯ অপরাহ্ণ

সাংবাদিক আহমেদ রাজু

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে ওয়ালটন গ্রুপের করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আহমেদ রাজু।

আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম এম এম আহসান হাবীবের আদালত তার জামিন মঞ্জুর করেন।

সাংবাদিক আহমেদ রাজুর আইনজীবী এডভোকেট তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ালটনের নিম্নমানের মোবাইল ফোনসেট ও টেলিভিশন নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় গত ৩০ মে সাংবাদিক আহমেদ রাজুর বিরুদ্ধে আইসিটি এক্টের ৫৭/৬৬ ধারায় মামলাটি দায়ের করে প্রতিষ্ঠানটি।

গত ২৩ এপ্রিল নতুন সময় ডটকম-এ ‘ওয়ালটন মোবাইল ক্রেতাদের গলার কাঁটা’ শিরোনামে, ২৪ এপ্রিল ‘ওয়ালটন মোবাইলের ভোগান্তি, ক্ষোভে উত্তাল ফেসবুক’ শিরোনামে ও ২৬ এপ্রিল ‘ক্রেতাদের ক্ষোভ, যন্ত্রণার বাক্স ওয়ালটন টিভি’ শিরোনামে তিনটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে ক্ষুব্ধ হয়ে রমনা থানায় তথ্যপ্রযুক্তি আইনের মামলা করেন ওয়ালটন গ্রুপের আইন বিভাগের সহকারী পরিচালক টি এম আব্দুল্লাহ আল ফুয়াদ। মামলায় নতুন সময় ডটকমের সম্পাদক শওগাত হোসেন, নির্বাহী সম্পাদক আহমেদ রাজু ও ডেইলি শেয়ার বিজ-এর নিজস্ব প্রতিবেদক নিয়াজ মাহমুদ সোহেলকে আসামি করা হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G