জিহাদের মৃত্যু, ঠিকাদার রিমান্ডে
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রাজধানীর শাজাহানপুরে পাইপে পড়ে শিশু জিহাদের (৩) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি প্রকৌশলী আব্দুস সালামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার প্রকৌশলী আব্দুস সালামকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে শাহজাহানপুর থানার এসআই মো. আবু জাফর ৭ দিনের রিমান্ড আবেদন জানায়।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাজাহানপুরে বাসার কাছে রেলওয়ে মাঠের পাম্পের পাইপে পড়ে যায় জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা পর ২৭ ডিসেম্বর বিকেল তিনটার দিকে জিহাদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জিহাদের বাবা নাসির ফকির ফৌজদারি আইনের ৩০৪/ক ধারায় ‘দায়িত্বে অবেহেলায়’ জিহাদের মৃত্যুর অভিযোগে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলার দুই আসামি হলেন- শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআরের মালিক প্রকৌশলী আব্দুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।
মামলাটির আসামি প্রকৌশলী আব্দুস সালাম গত ৮ মার্চ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।
রেল কলোনির পরিত্যক্ত ওই গভীর নলকূপের পাইপে জিহাদ পড়ে যাওয়ার পর রাতেই ওই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। আর পাশেই নতুন গভীর নলকূপ স্থাপন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআরকে কালো তালিকাভুক্ত করা হয়।
প্রতিক্ষণ/এডি/বেলাল