জিয়া ও এরশাদকে রাষ্ট্রপতি বলা অবৈধঃ হাসিনা

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ৮:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পঞ্চম সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায়ের পর জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের নামের আগে সাবেক রাষ্ট্রপতি বলে অভিহিত করলে তা আদালত অবমাননা হবে।’  আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, সংসদীয় বোর্ড ও নির্বাচন পরিচালনা বোর্ডের এক যৌথসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জিয়াউর রহমান এবং এইচ এম এরশাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখলকে উচ্চ আদালতের অবৈধ ঘোষণা করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও এরশাদের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ। উচ্চ আদালত সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করেছে। উচ্চ আদালত যখন ঘোষণা দেয়, তখন তা মানতে হবে। তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল বলেই তাদের সব কাজ অবৈধ।’

আসন্ন পৌর নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই সব দল নির্বাচনে অংশ গ্রহণ করুক। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির মধ্যে একটা দ্বৈততা আছে- তারা স্থানীয় সব নির্বাচনে ঠিকই অংশ নিচ্ছে, কিন্তু জাতীয় কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না। এবার একটু দেখতে চাই নিজ দলের প্রতীক নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় কি না। এটি তাদের জন্য একটি বড় সুযোগ।

দলীয়ভাবে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয়ভাবে সব সময় হতে থাকতো তাহলে সব রাজনৈতিক দলে আরো বেশি শক্তিশালী হতো। এতে প্রতিদ্বন্দ্বিতা বাড়তো। প্রার্থীরাও ভোটারদের স্বার্থের দিকে মনোযোগ দিতেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতেই স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার উদ্যোগ গ্রহণ করেছি। এতে সব দলের জন্য ভালো হবে। নিজ নিজ দলও শক্তিশালী হবে। আওয়ামী লীগ নিজেও সব দলের অংশগ্রহণে নির্বাচন চায়।

তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনমুখী দল। এই দলটি উপমহাদেশের প্রচীন একটি সংগঠন। গণতন্ত্র মেনেই এই দল পরিচালিত হয়। দেশে সব রকম আন্দোলনের তালিকায়, গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াইয়ে-সংগ্রামের জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সবচেয়ে বেশি রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G