জ্বর নিয়ে হাসপাতালে ট্রাম্প

প্রকাশঃ অক্টোবর ৩, ২০২০ সময়ঃ ১২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর ২৪ ঘণ্টা পার না হতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাতে হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

হোয়াইট হাউস জানিয়েছে, অধিকতর সাবধানতার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাড়তি সতর্কতা ও তার চিকিৎসক এবং চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শে রাষ্ট্রপতি আগামী কয়েকদিন ওয়াল্টার রিড মেডিক্যালে বসে তার কাজ পরিচালনা করবেন। প্রেসিডেন্টের শরীরে মৃদু করোনা উপসর্গ দেখা দিয়েছে। শরীরে হালকা জ্বর রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক এক মাস আগে করোনায় আক্রান্ত হলেন ট্রাম্প। যেখানে তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মুখোমুখি হবেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G