ঝালকাঠিতে বাস ধর্মঘট; চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশঃ আগস্ট ১০, ২০১৭ সময়ঃ ৪:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫১ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি সংবাদদাতা:

মিনিবাস মালিক সমিতির নেতার ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিভাগের ৬ জেলার ৩৮ রুটে বাস ধর্মঘট চলছে। এরই ধরারাবাহিকতায় ঝলকাঠিতে চলা ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।

জেলা বাসটার্মিনালে সাধারণ যাত্রী ও বরিশালগামী শিক্ষার্থিরা চরম ভোগান্তিতে পড়ে। বেশি ভাড়া দিয়ে বাধ্য হয়ে বিকল্প যান মোটরসাইকেল ও ব্যাটারিচালিত গাড়িতে যাতায়াত করতে হচ্ছে অনেককে।

মূলত, গত ৮ আগস্ট বরিশাল-পটুয়াখালি মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপনের ওপর হামলার প্রতিবাদ এবং আঞ্চলিক মহাসড়ক থেকে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবীতে ৬ জেলায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। শিপনের ওপর হামললার ঘটনায় থানায় মামলা গ্রহণ এবং থ্রি-হুইলার বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে মিনিবাস মালিক-শ্রমিকরা জানায়। তবে এ ধর্মঘটে ৬ জেলা থেকে ঢাকাসহ দূরপাল্লার রুটে যানচলাচল অব্যাহত রয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G