‘ঝুঁকিপূর্ণ’ অ্যাডোব ফ্ল্যাশ দূর করুন
নিজস্ব প্রতিবেদক
কম্পিউটার ব্যবহার যারা ব্যবহার করছেন সবার তো অ্যাডোব ফ্ল্যাশ চেনেন। অতি পরিচিত একটি সফটওয়্যার যা ভিডিও, জিআইএফ এবং অ্যানিমেশন চালাতে ব্যবহৃত হয়। কিন্তু এর বিপরীত দিক রয়েছে বলে বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে।
কম্পিউটার এবং ব্রাউজার ক্রাশ করার পেছনে অহরহ এর ভূমিকা তো রয়েছেই, ইন্টারনেটে নিরাপত্তা বিষয়ক বড় ধরনের সমস্যা সৃষ্টি করে ফেলে অ্যাডোব।
গত সপ্তাহে অ্যাডোব ফ্ল্যাশে তিনটি মারাত্মক সমস্যা খুঁজে পেয়েছেন নিরাপত্তাবিষয়ক এক্সপার্টরা। অ্যাডোব ফ্ল্যাশ বহু দিন ধরে হ্যাকারদের দখলে রয়েছে এবং বড় ধরনের ফাঁদ হিসাবে ব্যবহৃত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, কম্পিউটারকে অ্যাডোব ফ্ল্যাশ মুক্ত করা উচিত।
ক্রোম : গুগলের এই ব্রাউজার থেকে অ্যাডোব ফ্ল্যাশ দূর করতে হলে-
১. সার্চ বারে ‘chrome://plugins’ কপি এবং পেস্ট করুন।
২. অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার প্লাগইন খুঁজে নিন।
৩. ‘ডিসঅ্যাবল’ বাটনে ক্লিক করুন।
ইন্টারনেট এক্সপ্লোরার : মাইক্রোসফটের এই ব্রাউজারকে অ্যাডোব-মুক্ত করতে হলে-
১. ব্রাউজার উইন্ডোর ওরপের ডান পাশের কোণায় গিয়ার আইকনে ক্লিক করুন।
২. ইন্টারনেট অপশনে ক্লিক করুন।
৩. প্রোগ্রামের সাবমেনুতে যান।
৪. ‘ম্যানেজ অ্যাড-অনস’-এ ক্লিক করুন।
৫. ‘শকওয়েভ ফ্ল্যাম ক্লায়েন্ট’-এ ক্লিক করুন।
৬. একে ‘ডিসঅ্যাবল’ করুন।
ফায়ারফক্স : মজিলা ব্রাউজারের ফ্ল্যাশ বন্ধ করতে হলে-
১. ব্রাউজার মেনুর ওপরের ডান পাশের হ্যামবার্গার আইকনে ক্লিক করুন।
২. ‘অ্যাড-অনস’-এ ক্লিক করুন।
৩. বাম পাশের মেনুতে গিয়ে সাব-মেনুর ‘প্লাগিনস’-এ ক্লিক করুন।
৪. শকওয়েভ ফ্ল্যাশের পরেই ড্রপ-ডাউন মেনুতে যান।
৫. ‘নেভার অ্যাকটিভেট’-এ ক্লিক করুন।
সাফারি : ম্যাকবুক থেকে এটি দূর করতে হলে-
১. ওপরে বাম পাশে অ্যাপল লোগোর পরেই সাফারি ড্রপ-ডাউন মেনুতে যান।
২. ‘প্রিফারেন্সেস’-এ ক্লিক করুন।
৩. ‘সিকিউরিটি’তে ক্লিক করুন।
৪. এবার ‘মেনেজ ওয়েবসাইট সেটিংস’ ক্লিক করুন।
৫. এরপর ‘অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার’-এ ক্লিক করুন।
৬. ‘ব্লক’ বাটনে ক্লিক করুন।
প্রতিক্ষণ/এডি/সজল