টাকা চুরির অপবাদে স্কুলছাত্রকে বিষ!
বরিশাল জেলা প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রকে টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে খাবারের সাথে বিষ প্রয়োগ করে খাওয়ানোর অভিযোগ উঠেছে। ঐ ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, ১৫ জুন উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের হানিফ হওলাদের ঘর থেকে ৫০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় হানিফ হাওলাদার চুরির অভিযোগ এনে একই বাড়ির আ. আলী হাওলাদারের নাতি শোলক হাজী এমএ রশিদ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মারুফকে অভিযুক্ত করে। টাকা উদ্ধারে হানিফ ভন্ড ফকিরের দেওয়া রুটি পড়া এনে ১৭ জুন সন্ধ্যায় স্কুল ছাত্র মারুফকে খাইয়ে দেয়। রুটি খেয়েই মারুফ গুরতর অসুস্থ হয়ে পড়লে দ্রত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় হানিফ ও তার সহযোগীদের বিরদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া