টাকা লেনদেন ঘড়িতেই
প্রতিক্ষণ ডেস্ক
পেমেন্ট সেবা চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং মোবাইল । স্যামসাংয়ের স্মার্টওয়াচের মাধ্যমে এই সেবা ব্যবহার করা যাবে। এ বছরের মাঝামাঝিতে প্রতিষ্ঠানটির নতুন স্মার্টওয়াচ বাজারে আসবে। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রোনিক টাইমস নিউজপেপার এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, স্যামসাং তাদের নতুন স্মার্টওয়াচে নিয়ার ফিল্ড কমিউনিকেশন টেকনোলজি (এনএফসি) ব্যবহার করবে। ফলে এটার সাহায্যে স্মার্টওয়াচের মাধ্যমে টাকা লেনদেন করা যাবে। অ্যাপল তাদের স্মার্টওয়াচে এই একই প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল পে সার্ভিস চালু করেছে।
তবে এ বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্মার্টওয়াচটি জুলাইতে স্যামসাংয়ের নির্দিষ্ট কিছু পরিবেশকের কাছে পাওয়া যাবে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর