টাঙ্গাইলে যমুনার পানি বিপদসীমার উপরে

প্রকাশঃ জুলাই ৮, ২০১৭ সময়ঃ ৬:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের অংশে যমুনা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোপালপুর উপজেলার ললিন পয়েন্টে পানি বৃদ্ধি পাওয়ায় বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে ভুঞাপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও গোপালপুর উপজেলার একটি ইউনিয়নের কিছু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী শাহজাহান সিরাজ বলেন, উজান থেকে নেমে আসা ঢলে এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি পায়। এতে করে গতকাল শুক্রবার থেকেই জেলার ললিন পয়েন্টে পানি বৃদ্ধি হতে থাকে। বর্তমানে পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া এ অংশে পানি আরও বৃদ্ধি পেতে পারে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G