টি-২০ বিশ্বকাপে সেমির চার দল

প্রথম প্রকাশঃ নভেম্বর ৬, ২০২২ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৭ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

টি২০ বিশ্বকাপের সুপার-১২ শেষ হয়ে গেল। হিসেবটাও পরিস্কার, তবে এভাবে স্বাগতিক দল অস্ট্রেলিয়া রান রেটে সেমির আগেই বাদ পড়ে যাবে! কেউ ভাবতেই পারেনি। তেমননি ভাবতে পারেনি নেদারল্যান্ডেস এর কাছে ১৩ রানে হেরে সেমি থেকে বাদ পড়বে দক্ষিণ আফ্রিকার মতো প্রতিষ্ঠিত শক্তি।

যাই হউক, সে সব এখন অতীত। বাস্তব হচ্ছে ৯ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১ম সেমি খেলতে মাঠে নামবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড। আর পর দিন ১০ নভেম্বর এ্যাডিলেইডে দ্বিতীয় সেমি খেলতে নামবে ভারত বনাম ইংল্যান্ড।

এ-গ্রুপের সেরা দল নিউজিল্যান্ড ৫ ম্যাচে ৩ জয়, ১ হার ১ ৭ পয়েন্ট এবং ১ ড্র-১ হার-৩ জয়ে নিয়ে ৭ পয়েন্ট দ্বিতীয় দল ইংল্যান্ড। অন্যদিকে বি-গ্রুপে ভারত ৫ ম্যাচে ৪ জয়, ১ হার ৮ পয়েন্টে ১ম দল আর পাকিস্তান ৫ ম্যাচে ৩ জয় ২ হারে  ৬ পয়েন্ট নিয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছে দ্বিতীয় দল হিসেবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G