টিকা নেওয়ার পরও হতে হবে সতর্ক

প্রথম প্রকাশঃ জুলাই ৮, ২০২১ সময়ঃ ১২:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ পূর্বাহ্ণ

কোভিড টিকা গ্রহণের পরেও অনেকেই করোনায় আক্রান্ত হতে পারেন। এমনকি যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন; তারাও হতে পারেন সংক্রমিত।বিশেষজ্ঞদের মতে, কোভিড ভ্যাকসিনগুলো ভাইরাসের বিস্তার এবং এর গুরুতর প্রভাব কমাতে পারলেও কোভিডের সংক্রমণ পুরোপুরিভাবে রোধ করতে পারে না। তাই টিকা গ্রহণের পরেও করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। তবে যারা টিকা নেননি; তাদের তুলনায় আপনার লক্ষণ বা সমস্যা কম হবে।

তাই কোভিড টিকা নেওয়ার পরেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। জেনে নিন ভ্যাকসিন নেওয়ার পরেও যে ৫ ভুলে হতে পারে করোনা সংক্রমণ-

১. মাস্ক না পরা: ভ্যাকসিন নেওয়ার পরে কোভিড সংক্রমণ আর হবে না! এমন ধারণা সম্পূর্ণ ভুল। কারণ টিকা গ্রহণের পরেও আপনি সম্পূর্ণ সুরক্ষিত নন। ভ্যাকসিন সংক্রমণের সম্ভাবনা অনেকাংশে হ্রাস করে ঠিকই। তবে ভাইরাস থেকে একেবারে সুরক্ষিত রাখতে পারে না। তাই মাস্ক ছাড়াই কখনোই বাইরে যাবেন না।

২. ইমিউনিটি কম: যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম; তাদের ঝুঁকি বেশি। গবেষণা এমনটিই বলছে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী; তাদের জন্য ভ্যাকসিন খুবই কার্যকরি। তবে যাদের ইমিউনিটি কম; তাদের ক্ষেত্রে ভ্যাকসিনগুলো পুরোপুরি সুরক্ষা দিতে পারে না।

৩. সামাজিক দূরত্ব না মানা: তৃতীয় ঢেউয়ের পর করোনার চতুর্থ ঢেউ এসে গেছে। তাই সচেতন থাকা উচিত। টিকা নেওয়ার পরেও বিয়ে, পার্টি বা বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও সামাজিক দুরত্ব মানা জরুরি।

৪. ভ্রমণ এড়িয়ে চলা: ভ্যাকসিন নেওয়ার পর যেখানে খুশি সেখানে ঘুরতে যেতে পারবেন, এমন ধারণা ভুল। দীর্ঘ দূরত্বে ভ্রমণ করা উচিত নয় এখন। কোভিডের ডেল্টা ভেরিয়েন্ট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তাই সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত।

৫. বয়স এবং লিঙ্গ: বেশ কয়েকটি গবেষণায় জানা গেছে, নারী এবং বৃদ্ধরা করোনায় আক্রান্ত হলে গুরুতর অবস্থার মুখোমুখি হওয়ার ঝুঁকি বেশি। তাই টিকা নেওয়ার পরও স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করুন।

মাস্ক ব্যবহার করুন। বাইরে থাকলে হ্যান্ডসেনিটাইজার ব্যবহার করুন। ঘরে থাকলে বারবার হাত ধুয়ে নিন। খুব প্রয়োজন না হলে ঘরে থাকুন। 

সূত্র: বোল্ডস্কাই/টাইমস অব ইন্ডিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G