টেকনাফে নৌকায় এক লাখ ইয়াবা উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৬ সময়ঃ ১২:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

yabaকক্সবাজারের টেকনাফের নাফ নদীতে একটি নৌকায় তল্লাশি চালিয়ে এক লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার ভোরে টেকনাফ নদীর ২ নম্বর স্লুইসগেট এলাকা থেকে উদ্ধার করা হয় ট্যাবলেটগুলো।

টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ২ নম্বর স্লুইসগেট এলাকায় বিজিবির একটি দল অবস্থান নেয়। এ সময় মিয়ানমার উপকূল থেকে আসা একটি ইঞ্জিনচালিত নৌকা দেখতে পান বিজিবির সদস্যরা। পরে নৌকাটিকে ধাওয়া করেন তারা। বিজিবির ধাওয়া খেয়ে নৌকার আরোহীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। সেসময় নৌকাটি তল্লাশি করে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G