মাইক্রোবাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ২

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৫ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

teknafকক্সবাজারের টেকনাফে মাইক্রোবাস ও মাহিন্দ্রর মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

রোববার বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের ১৪ নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩ টার দিকে টেকনাফ থেকে হ্নীলাগামী মাহিন্দ্র ও টেকনাফগামী মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ-৫১-০৩৬২) কক্সবাজার-টেকনাফ সড়কের ১৪ নং ব্রিজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়।

সংঘর্ষে হ্নীলা লেদা আনরেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ৩৪৯নং শেডের রুহুল আমিনের ছেলে মো. ইদ্রিস (২০) ও চট্টগ্রামের পটিয়ার আবদুশ শরীফের স্ত্রী নূরজাহান (৪০) ঘটনাস্থলেই নিহত হন।

এতে আহত হয়েছেন হ্নীলা জাদিমুরা এলাকার জাফর আলম (৬০), জাহানারা বেগম (৩০), হাফছা (৬), সনজিদা (১০), ইদ্রিছ (৩৫), সখিনা (৪৫), মো. আলী (৩৫), টেকনাফের বরইতলী এলাকার ছলেমা খাতুন (৪৫), কক্সবাজারের মহেশখালীর করিমা (৩), মো. আলম, শাকের (১৫), চকরিয়ার আবুল হোছন (২৮), টেকনাফের নাইট্যংপাড়ার মহিউদ্দিনসহ (৩০) সহ ১৮ জন।

দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে এসে হতাহত ২০ জনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত নয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত মাহিন্দ্র ও মাইক্রোবাসটি থানায় নিয়ে আসা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/লিংকন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G