ট্রাইব্যুনালের হাজতখানায় সুবহান

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১০:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩০ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষন ডটকম

subhan  1মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সুবহানকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে আনার পর তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়েছে।

আজ বুধবার সুবহানের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে।

চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় দেবেন। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম।

গত বছরের ৪ ডিসেম্বর মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। এর আড়াই মাসের মাথায় রায় হতে যাচ্ছে।

মাওলানা আবদুস সুবহান পাবনা শহরের পাথরতলা মহল্লার মৃত নঈমুদ্দিনের ছেলে।

সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ ৯টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

গত ৪ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রেখে দেয় ট্রাইব্যুনাল।

গত ৩০ নভেম্বর আসামীপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে।

এর আগে গত ৫ নভেম্বর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। এর পর ১৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করে।

সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ ৯টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়।

ট্রাইব্যুনালের আদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সুবহানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রতিক্ষণ /এডি/কাদের

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G