ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য: ওবামা
প্রতিক্ষণ ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। একই সঙ্গে রিপাবলিকান পার্টি কেনো নিউ ইয়র্কের এই ধনকুবেরকে প্রার্থী হিসেবে এখনো সমর্থন দিচ্ছে সেই প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রে ৮ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা পাওয়ার লড়াই শুরুর পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি এক মার্কিন মুসলিম সেনার বাবা-মাকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন ট্রাম্প। এরপর ওই বিতর্কের জের কাটতে না কাটতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারিকে শয়তান আখ্যায়িত করে নতুন বিতর্কের জন্ম দেন তিনি।
তার এসব কর্মকাণ্ডে খোদ রিপাবলিকান দলেই ব্যাপক সমালোচিত এই প্রেসিডেন্ট প্রার্থী। এরই মধ্যে তাকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বললেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্রেট দলের বাছাইপর্বে হিলারি ক্লিনটনকে সমর্থন দেয়ায় বার্নি স্যান্ডার্সকে আক্রমণ করে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় ট্রাম্প বলেন, বার্নি স্যান্ডার্স এক শয়তানের সঙ্গে যুক্তি করেছেন।
এছাড়া হিলারি ক্লিনটনের পক্ষ নেয়ায় দেশটির দুটি গণমাধ্যমের ব্যাপক সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ‘ক্যাবল নিউজ নেটওয়ার্ক’র পরিবর্তে ‘ক্লিনটন নিউজ নেটওয়ার্ক’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
এসব বিতর্কিত মন্তব্য করে ট্রাম্প রিপাবলিকান ভোটারদের বাহবা পেলেও তার সাম্প্রতিক মন্তব্যে স্বয়ং তার নিজের দল রিপাবলিকান পার্টিরই অনেক নেতা এখন তার সমালোচনা করছেন। এজন্যই বারাক ওবামার প্রশ্ন, তারপরও কেন তাহলে রিপাবলিকান পার্টি তাকে প্রার্থী হিসেবে সমর্থন দিচ্ছেন।
বারাক ওবামা বলছেন, ‘এখন তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত, বার বার যদি শক্ত ভাষায় বলতেই হয় যে সে যা বলছে তা অগ্রহণযোগ্য, তাহলে কেন তারা এখনো প্রার্থী হিসেবে তাকে সমর্থন দিচ্ছেন।’ এই বক্তব্যের মাধ্যমে গোটা রিপাবলিকান দলের মান নিয়েই প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ওবামা।
প্রতিক্ষণ/এডি/আরএম