ডব্লিউআইপি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন হাসিনা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজনীতিতে নারী-পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় শীর্ষ ভূমিকা রাখার জন্য প্রাপ্ত উইমেন ইন পার্লামেন্ট (ডব্লিউআইপি) গ্লোবাল অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন।
সোমবার (মার্চ ৩০) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ পদকটি তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
গত ২৫ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় শেখ হাসিনার পক্ষে তিনি এই পদক গ্রহণ করেন।
সরকার এই পুরস্কারকে উৎসর্গ করেছে মহান মুক্তিযুদ্ধের সময় সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের প্রতি।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল নারী-পুরুষ বৈষম্য নিরসন বিষয়ক প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী রাজনীতিতে নারী ও পুরুষের বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বের সেরা দশটি দেশের মধ্যে অবস্থান করছে বাংলাদেশ।
প্রতিক্ষণ/এডি/তপু