ডি-৮ সম্মেলনে উদ্যোক্তাদের অংশগ্রহণে তেহরানের আহবান
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিনসহ শিল্প মন্ত্রণালয় এবং ইরান দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রদূত চতুর্থ ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। এসময় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পাশাপাশি ডি-৮ শিল্প সহায়তা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সভার বিষয়ও আলোচনা হয়। ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দ্বি-পাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য বাড়াতে এ সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেয়া হয়।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। সম্মিলিত উদ্যোগে এ সুযোগ কাজে লাগিয়ে সদস্য রাষ্ট্রগুলো লাভবান হতে পারে।
তিনি চতুর্থ ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষে আয়োজিত ওয়ার্কিং গ্রুপের বিভিন্ন সভায় বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে সহায়তার আশ্বাস দেন। এ লক্ষ্যে তিনি ইরানের চেম্বার ও ট্রেড বডির পক্ষ থেকে বাংলাদেশের চেম্বার ও ট্রেড বডির সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ বৃদ্ধির পরামর্শ দেন মন্ত্রী।
উল্লেখ্য, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের উন্নয়ন সহযোগিতামূলক সংস্থা হিসেবে ডি-৮ পরিচিত। ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুলের সদস্য রাষ্ট্রগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের শীর্ষ সম্মেলনের মাধ্যমে ডি-৮ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।