ঢাকা-চট্টগ্রাম যাতায়াতে সময় কমছে

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৯:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩০ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

railকুমিল্লার লাকসাম থেকে চট্টগ্রামের চিনকি আস্তানা পর্যন্ত ডাবল রেল লাইন স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।

এ লাইন দিয়ে চলার সময় কোনো ট্রেনকে বিপরীত দিক থেকে আগত ট্রেনকে যেতে দেওয়ার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না।

এতে করে ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতে সময় কমবে অন্তত দুই ঘণ্টা।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে রেল লাইনটিতে শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। এ কাজ শেষ হলেই

চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬১ কিলোমিটার দীর্ঘ এ রেল পথের উদ্বোধন করতে পারেন।

প্রসঙ্গত, ২০১১ সালে অক্টোবরে ১ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে ডাবল রেললাইন নির্মাণের কাজ শুরু হয়। এর মধ্যে ৯২৫ কোটি টাকা বাংলাদেশ সরকার এবং বাকি অর্থ জাপানি দাতা সংস্থা জাইকা যোগান দিয়েছে।

এ প্রকল্প ছাড়াও বাংলাদেশ রেলওয়ের তত্ত্বাবধানে টঙ্গী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত সিঙ্গেল রেললাইন উন্নয়নের একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

রেলওয়ে সূত্রে আরো জানা যায়, আগামী জুনে এ প্রকল্পের কাজ শেষ হতে পারে। ওই সময়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭১ কিলোমিটারের ডাবল লাইন স্থাপনের কাজ শুরু হতে পারে।

প্রতিক্ষণ/এডি/লিটন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G