ঢাকা-চট্টগ্রামে শেয়ারের দর কমেছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৫:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট,প্রতিক্ষণ ডট কম

16022015দেশের দুই পুঁজিবাজারে সোমবার বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক আগের দিনের চেয়ে কমলেও লেনদেন কিছুটা বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) সূচক ও লেনদেন উভয় কমেছে।

বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানির মধ্যে বেড়েছে ৬৮টি, কমেছে ২০৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮০ কোটি ২৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ৬০ লাখ টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৪ কোটি ৬৬ লাখ টাকা।

এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬১ দশমিক ৭০ শতাংশ কমে ৪ হাজার ৭৬৯ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া ডিএস ৩০ সূচক আগের দিনের চেয়ে ২৯ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৫ দশমিক ১১ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৬৪ পয়েন্ট কমে ১ হাজার ১৩২ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

চট্টগ্রাম:

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১২৪ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৮ হাজার ৮৪২ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৭২ দশমিক ৩১ পয়েন্টে, সিএসই ৩০ সূচক আগের দিনের চেয়ে ১৪৭ দশমিক শূন্য ৬৩ পয়েন্ট কমে ১১ হাজার ৮৮৯ দশমিক ৮২ পয়েন্টে, সিএএসপিআই সূচক আগের দিনের চেয়ে ২১৪ দশমিক ৮০ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৮৯ দশমিক ৭৮ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৬২ পয়েন্ট কমে ১ হাজার ১৩ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৮ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে বেড়েছে ৪৩টি, কমেছে ১৭৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G