বিনোদন ডেস্ক
দেশের রাজধানী ঢাকা একা দুইটা নয় একে একে তিন তিনটি চলচ্চিত্র নির্মাণ করবেন চলচ্চিত্রকার প্রসূণ।
প্রসূন রহমানের দৃষ্টিতে ঢাকা হলো স্বপ্ন ও স্বপ্নভঙ্গের শহর। বিষয়টিকে তিনি বড় ক্যানভাসে ধরতে চান। তাই পরিকল্পনা নিয়েছেন ‘ঢাকা ট্রিলজি’র। তিনটি সিনেমায় থাকবে আলাদা আলাদা শ্রেনী ও মানুষের গল্প।
তার প্রথমটির নাম ‘ঢাকা ড্রিম’। ‘ঢাকা ড্রিম’ ছোটো একটি জেলা শহর থেকে জীবিকার প্রয়োজনে এবং নানামুখী স্বপ্নপূরণে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমানো কিছু মানুষের গল্প। প্রথমবারের মতো ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করা কিছু মানুষের ঢাকায় আসবার পেছনের কারন ও যাত্রার দিনের অন্যরকম এক ভ্রমণ অভিজ্ঞতার গল্প। যা একই সাথে পৃথক এবং সম্মিলিত।
বর্তমানে সিনেমাটির প্রি-প্রডাকশন চলছে। ডিসেম্বরে শুরু হবে এর প্রথম পর্যায়ের ধারন কাজ। আয়নাল ফকির নামে একজন রহস্যময় অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু। আরো অভিনয় করবেন নওশাবা, শাহাদাত, ইকবাল, সজীব ও মুনিরা মিঠুসহ অনেকে। সঙ্গীত পরিচালনা করছেন কুমার বিশ্বজিৎ। সম্প্রতি কুমার বিশ্বজিতের স্টুডিওতে বারী সিদ্দিকীর কন্ঠে ধারণ করা হয় ‘একদিন আমারও ছিল ঘর..’ শিরানামের গান।
‘ঢাকা ড্রিম’ প্রসূনের দ্বিতীয় চলচ্চিত্র। সরকারি অনুদানে নির্মিত তার প্রথম পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’ মুক্তি পেয়েছে চলতি বছরের মে মাসে।
প্রতিক্ষণ/এডি/বিএ