ঢাকা সফর সফল-মোদি

প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ৮:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

moidiএক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্রথম বাংলাদেশ সফরকে সফল হিসেবে উল্লেখ করেছেন।

দু’দিনের সফরে ঢাকা এসে ছিটমহল বিনিময়ের মতো দশকের পর দশক ঝুলে থাকা ইস্যুর সুরাহা করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন মোদি।

তিনি বলেন, অতীতের ভারত-বাংলাদেশ অমীমাংসিত বিষয়গুলো সাফল্যের সঙ্গে কাটিয়ে উঠা গেছে। এই সফর নতুন সম্পর্কের দিগন্ত সৃষ্টি করবে বলেও উল্লেখ করেন।

এর আগে আরেক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার বাংলাদেশ সফর চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ-ভারতের অংশিদারিত্ব সুদৃঢ় করবে তার এ সফর।

উল্লেখ্য, গত ৬জুন সকালে দুইদিনের সরকারি সফরে ঢাকা পৌঁছান নরেন্দ্র মোদী। ভারতীয় বিমান বাহিনীর একটি জেট বিমান ভারতের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে সকাল ১০টা ১২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর ৭ জুন রাত সাড়ে ৮টার দিকে মোদি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G