ঢাকায় বিএনপির নেতৃত্বে কাইয়ুম-আহসান, সোহেল-বাশার
ঢাকা মহানগর বিএনপির (উত্তর ও দক্ষিণ) কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আংশিক এ কমিটির অনুমোদন দেন।
ঢাকা মহানগর উত্তর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক হয়েছেন আহসান উল্লাহ হাসান।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বার্তা পাঠিয়ে এ তথ্য জানান।
এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানানো হয়।
মহানগর উত্তর ৬৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে মুণ্সি বজুলল বাসিত আনজু, আবদুল আলীম নকীসহ মোট ২৩ জনকে সহসভাপতি করা হয়েছে। এছাড়া ১৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এর মধ্যে দুই জনের নাম ষোষণা বাকী আছে। কোষাদক্ষ করা হয়েছে আতাউর রহমানকে। ১৯ জন সহসাধারণ সম্পাদক করা হয়েছে। আক্তার হোসেন, সৈয়দ মনজুর হোসেন মঞ্জু ও সোহেল রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। দফতরের দায়িত্ব পেয়েছেন এবিএম আবদুর রাজ্জাক। প্রচার সম্পাদক পেয়েছেন ভিপি হানিফ এবং প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মশিউর রহমান বাবু।
এদিকে মহানগর দক্ষিণ ৭০ সদস্য বিশিষ্ট অংশিক কমিটি শামছুল হুদা, ইউনুষ মৃধা, নবী উল্লাহ নবীসহ মোট ২৬ জনকে সহ সভাপতির পদ দেওয়া হয়েছে। এছাড়া হাবীবুর রশিদ হাবীব, আনম সাইফুল ইসলাম, শেখ রবিউল আলম রবি, হারুণ অর রশিদসহ ১৯ জনকে যুগ্ম সাধারণ সম্পদক পদে রাখা হয়েছে। সহ যুগ্ম সম্পাদক করা হয়েছে ১৮ জনকে। তানভীর আহমেদ রবিন, সাইফুল ইসলাম পটু এবং রফিকুল ইসলাম রাসেলকে সাংগঠিক সম্পাদক করা হয়েছে। দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু এবং প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবদুল হাই পল্লব।
কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা
কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা
ঢাকা দক্ষিণ
ঢাকা উত্তর
প্রতিক্ষণ/এডি/সাই