ঢাবিতে মিছিল করল ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী লাগাতার অবরোধ ও সারাদেশে বিক্ষোভ মিছিলের সমর্থনে ঢাকা বিশ্বিবিদ্যালয়ে একাধিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও শাহবাগ এলাকায় পৃথকভাবে তিনটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগের নেতৃত্বে সকাল ৮টার দিকে শহীদ মিনার এলাকায় একটি মিছিল শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি দোয়েল চত্বর অভিমুখে অগ্রসর হলে মোকাররম ভবনের সামনে গেলে পুলিশি ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
এছাড়া এই মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক- আমীর আমজাদ মুন্না, আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বুয়েট ছাত্রদল সভাপতি কে. এম. এস. মোহাম্মদ শাফি, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক- মো. শামীম ইকবাল খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন।
আরেকটি সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান রেজিন ও যুগ্ম-সম্পাদক বায়েজিদ আরেফিনের নেতৃত্বে জগন্নাথ হলের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে অগ্রসর হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছারত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।
মিছিলটি টিএসসির দিকে যেতে চাইলে শহীদ মিনার এলাকায় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আল-মেহেদী তালুকদার, সর্দার আমিরুল ইসলাম সাগর, বাপ্পু সরকার, জহুরুল হক হলের আরিফুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিক, মাহবুবুর রহমান, মুহসিন হলের রোমান পাঠান।
এছাড়া সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদলের আরো একটি বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।
প্রতিক্ষণ/এডি/রিফাত