তদন্তের নির্দেশ দিল বিচার বিভাগ

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৫ সময়ঃ ১২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

RABরাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজুকে অপহরণ ও হত্যার অভিযোগে র‌্যাব-২-এর অধিনায়কসহ চারজনের বিরুদ্ধে করা মামলাটিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন র‍্যাব-২-এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানা, উপসহকারী পরিচালক (ডিএডি) শাহিদুর রহমান, পরিদর্শক (ইন্সপেক্টর) ওয়াহিদ ও সোর্স রতন।

এর আগে গত রোববার নিহত আরজুর ভাই ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারার বিধান অনুযায়ী জবানবন্দি দেন।

মামলার নথি থেকে জানা যায়, ১৭ আগস্ট দিবাগত গভীর রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন হাজারীবাগের কিশোর রাজা (১৭) হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আরজু (২৮)।

পরে ১৮ আগস্ট ভোর সাড়ে ৫টায় গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরজুকে মৃত ঘোষণা করেন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G