তাইওয়ান ও নেপালে ভূমিকম্প, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানের কাছে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৭ তলাবিশিষ্ট একটি ভবন ধসে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউজিং থেকে ২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি। প্রাথমিক ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৭ বলে জানায় ইউএসজিএস। পরে তা কমিয়ে ৬.৪ বলে সংস্থাটি। তবে কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা যায়, ধসে পড়া ভবনটি থেকে শেষ খবর পর্যন্ত ২২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৫৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরো কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, একই সময়ে নেপালে শুক্রবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা পাঁচ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভূমিকম্প পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরেই। ভূমিকম্পে কাঠমান্ডু কেঁপে উঠে। এ ছাড়া ভারতের বিহারের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় আট হাজার মানুষের প্রাণহানি ঘটে।
প্রতিক্ষণ/এডি/এফটি