ক্রীড়া প্রতিবেদক
টি২০ বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফিরে আসেনি দুই ক্রিকেটার তাসকিন আর সোহান।
বিসিবির সূত্র থেকে জানা গেছে, টি২০ বিশ্বকাপ মিশনে তাসকিন আহমেদ আর নুরুল হাসান সোহান পরিবার সঙ্গে নিয়েই গিয়েছিলেন। কিন্তু টি২০ বিশ্বকাপের ব্যস্ততার জন্য পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতে ভ্রমন করা সম্ভব হয়নি দুই ক্রিকেটারের। টি২০ বিশ্বকাপ মিশণ শেষ হবার পর এ দুই ক্রিকেটার পরিবার নিয়ে রয়ে গেছে অস্ট্রেলিয়াতে। কিছুদিন অবকাশ যাপন শেষ করে দেশে ফিরবেন বলেও জানা গেছে।
তবে সেটা অবশ্যেই এ মাসের ২২ তারিখের আগেই তাসকিন আর সোহান ফিরবেন বলে জানা গেছে। কারণ দেশে ফেরা জাতীয় দলের ক্রিকেটাররা আগামী ১৫ দিনের বিশ্রাম শেষে অনুশীলনে নামবে। সে অনুশীলনে অবশ্যই তাসকিন-সোহানকে থাকতে হবে। কারণ নতুন মাসের (ডিসেম্বর ২০২২) শুরুতেই ভারত বাংলাদেশে পা রাখতে ২টি টেষ্ট আর ৩টি ওডিআই ম্যাচে অংশ নিতে। সে মিশণে টাইগার বাহিনী প্রস্তুতি নিতে মাঠে নামবে ২২ বার ২৩ নভেম্বর।
তবে এর আগে যদি কেউ অনুশীলন করতে যায় সেটা ঐচ্ছিক। ডিসেম্বরের ৪, ৭ ও ১০ মিরপুরের ২২ গজি উইকেটে টাইগাররা ভারতের বিপক্ষে ওডিআই সিরিজ খেলবে। এরপর ১৪-১৮ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধরী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আর শেষ টেষ্ট হবে ঢাকা মিরপুরের উইকেটে।