তুমি কি চেনো বিপ্লবী সূর্যসেনকে?

প্রথম প্রকাশঃ মে ৫, ২০১৬ সময়ঃ ১১:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪১ অপরাহ্ণ

শারমিন আকতার

surjya-sen1

বাংলাদেশের চট্টগ্রাম জেলায় জন্ম নেয়া এই বিপ্লবী ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী  স্বাধীনতা আন্দোলনের অন্যতম    নেতা। সূর্যসেনের পরিকল্পনা ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা। এরপর টেলিফোন ও টেলিগ্রাফ অফিস ধ্বংস করা। সবশেষে সরকারী ও সামরিক বাহিনীর অফিসারদের ক্লাব ইউরোপিয়ান ক্লাবে হামলা করা। এরই ধারাবাহিকতায় ১৯৩০ সালের ১৮ এপ্রিল সূর্যসেনের নেত্রিত্বে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুণ্ঠন করা হয়।

এ অভিযানের উদ্দেশ্য ছিল ব্রিটিশ পুলিশের অস্ত্রশস্ত্র লুট করা এবং রেল ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া। ১৯৩০ সাল থেকে সূর্যসেন পলাতক ছিলেন এবং ইংরেজ সরকার তাকে ধরার জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল। ১৯৩৩ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে সূর্যসেনের সহযোগী রজেন সেনের ভাই নেত্র সেন টাকার লোভে তিনি কোন জায়গায় আছেন তা পুলিশকে জানিয়ে দেন।

১৯৩৪ সালের ১২ জানুয়ারি বিল্পবী সূর্যসেনকে ফাঁসী দেওয়া হয়। ফাঁসির পর সূর্যসেনের বুকে লোহার টুকরো বেঁধে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর সংলগ্ন একটি জায়গায় ফেলে দেওয়া হয়।  

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G