তের নভেম্বর কি হবে
প্রতিক্ষণ ডেস্ক
নভেম্বর মাসে বিপদ অপেক্ষা করছে ভারত মহাসাগর এলাকার আশেপাশের এলাকার জন্য। ডব্লিউটিএফ (‘WTF’) নামে একটি মহাকাশ জঞ্জাল আঘাত হানবে ওই এলাকায়। এর আগেও অনেক গ্রহাণু ও উল্কাপিণ্ড বহুবার আছড়ে পড়েছে পৃথিবীতে।
অজ্ঞাত ঐ উড়ন্ত বস্তুটি বায়ুমণ্ডলে প্রবেশের পরও জ্বলে পুড়ে নি:শেষ না হলে আগামী ১৩ নভেম্বর আছড়ে পড়বে ভারত মহাসাগরে। শ্রীলংকা উপকূলের খুব কাছে।
রাশিয়া-আমেরিকার বিজ্ঞানীরা এগুলোকে পৃথিবীতে আসার আগেই তা ধ্বংস করে দেবার পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
বিজ্ঞান বিষয়ক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, ওই বস্তুটি আসলে মানবসৃষ্ট এক মহাকাশ জঞ্জাল। আকারে খুবই ছোট ওই জঞ্জাল মাত্র দু’মিটার প্রশস্ত এবং এটির ভেতরটা ফাঁপা বলেই বিজ্ঞানীদের ধারণা।
কোনো কোনো গণমাধ্যমে ওই জঞ্জালকে স্যাটার্ন-ভি রকেট বলে সংবাদ প্রকাশ করেছে, যা চাঁদে প্রথম মানুষ পাঠিয়েছিলো।
প্রতিক্ষণ/এডি/বিএ