ত্বকের জন্য জরুরি প্যাক

প্রকাশঃ অক্টোবর ৬, ২০১৬ সময়ঃ ১১:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৬ পূর্বাহ্ণ

does-turmeric-lighten-skin-e1445016146365আপনার ত্বক যে ধরনেরই হোক না কেন বাহিরের ধুলোবালি, ময়লা, গরম আবহাওয়া ত্বককে করে দেয় শুষ্ক, রুক্ষ আর মলিন।

আর যাদের ত্বক এমনিতেই শুষ্ক তারা এই বিষয় নিয়ে থাকেন সব সময় চিন্তিত। তাই ত্বকের এই রুক্ষতা দূর করতে হলুদ ব্যবহার করে পেতে পারেন চমৎকার ফলাফল।

 

যা যা লাগবে

১/৪ টেবিল চামচ হলুদ গুঁড়া, দুই টেবিল চামচ ময়দা (মিশ্রণটিকে ঘন করার জন্য), কয়েক ফোঁটা মধু, ২ টেবিল চামচ নারিকেল তেল বা বাদামের তেল বা অলিভ অয়েল।

তৈলাক্ত ত্বকের জন্য : তেলের পরিবর্তে ১/৪ কাপ টকদই ও কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন।turmeric

যেভাবে ব্যবহার করবেন

ময়দা ও হলুদ একসাথে মিশিয়ে তাতে কয়েক ফোঁটা মধু দিন।

শুষ্ক ত্বকের জন্য ধীরে ধীরে তেল দিয়ে নাড়াতে থাকুন এবং মিশ্রণটি ঘন হয়ে এলে মুখ ও ঘাড়ে লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন।

তৈলাক্ত ত্বকের জন্য লেবুর রস মিশিয়ে নাড়ান। তারপর ধীরে ধীরে টকদই দিয়ে নেড়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

টক দইয়ের পরিমাণ আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। ১৫-২০ মিনিট পর্যন্ত রেখে মুখ ধুয়ে ফেলুন।

 

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G