দাউদকে ভারতে ঢুকতে দেন নি মনেমাহন

প্রকাশঃ আগস্ট ১১, ২০১৫ সময়ঃ ৩:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

daudধারাবাহিক বিস্ফোরণের মূল হোতা আন্ডার ওয়াল্ডের ডন দাউদ ইব্রাহিম নাকি ২০১৩ সালে ভারতে ফিরতে চেয়ে তৎকালীণ মনমোহন সিং সরকারের কাছে আবেদন করেছিল। মঙ্গলবার দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসে এমনই এক গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন মোতাবেক, দিল্লির এক প্রবীণ আইনজীবী,কংগ্রেস নেতা, টেলিফোনে দলের শীর্ষ নেতৃত্বকে জানান দাউদ তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। দাউদ দেশে ফিরতে চায়। খবর পাঠানো হয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছেও।

মনমোহন সিং ও প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন দাউদের এ দেশে প্রত্যাবর্তন নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেন। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস হাই কম্যান্ড দাউদের এ দেশে ফেরা মেনে নিতে চায়নি বলে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

যদিও এ খবর অস্বীকার করে প্রাক্তন প্রধানমন্ত্রী এ ই মেল মারফৎ জানিয়েছেন, দাউদ ইব্রাহিমের ভারতে ফেরা নিয়ে কোনও বৈঠকের কথা আমার জানা নেই। আমি এরকম কোনও বৈঠক করেছি বলে আমার মনে পড়ে না। কংগ্রেসও খবরটি অস্বীকার করেছে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G