দিনাজপুরে পেট্রোলবোমায় দগ্ধ যাত্রীর মৃত্যু

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৪:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mrittuদিনাজপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ ট্রাকের যাত্রী আবদুল মালেক (৫০) মারা গেছেন।

৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পেট্রোলবোমার আগুনে তার শ্বাসনালীসহ শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছিল।
নিহত মালেকের বাড়ি নীলফামারীর সোহাদীবোচা গ্রামে। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মারুফুল ইসলাম জানান, গত ২১ জানুয়ারি রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে শনিবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি রাতে দিনাজপুরের কাহারোল উপজেলায় পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে ট্রাক চালক রফিকুল ইসলামের সাথে থাকা  বন্ধু  আবদুল মালেকও অগ্নিদগ্ধ হয়। ওই রাতেই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিক্ষণ /এডি /হেলাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G