দিল্লির আইন মন্ত্রী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক:
দিল্লি রাজ্য সরকারের আইনমন্ত্রী জিতেন্দ্র সিং তোমারকে গ্রেফতার করেছে পুলিশ। আটকের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার সকালে তাকে আটক করে পুলিশ।ধারণা করা হচ্ছে, ভুয়া সার্টিফিকেট সংক্রান্ত ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে।
এনডিটিভি জানিয়েছে, আইনমন্ত্রী তার আইন ডিগ্রির সনদপত্র জাল করেছেন বলে অভিযোগ রয়েছে। আটক করার পর তাকে বসন্ত বিহার পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে সোমবার রাতেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশ।
অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি মন্ত্রীকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। দলের নেতা সঞ্জয় সিংহ অভিযোগ করে বলেছেন, কোনও নোটিস ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দিল্লির পুলিশ প্রধান ।
উল্লেখ্য, আইনমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের আইন পাসের সনদপত্র জাল করার ঘটনাটি গত এপ্রিল মাসে প্রকাশিত হওয়ার পর থেকেই তার পদত্যাগের দাবিতে সোচ্চার রয়েছে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী দল কংগ্রেস।
প্রতিক্ষণ/এডি/নূর/বাদল