দুই টার্কিশ সৈন্যকে পুড়িয়ে মারলো আইএস

প্রকাশঃ ডিসেম্বর ২৫, ২০১৬ সময়ঃ ১২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ণ

isis-1কখনও বন্দিদের সমুদ্রের ধারে নিয়ে গিয়ে পর পর গুলি করে হত্যা। কখনও শিরচ্ছেদ। এমন সব ভয়ানক কাণ্ড ঘটিয়ে তার ভিডিও তুলে আপলোড করে আতঙ্ক তৈরি করার চেষ্টা আইএস জঙ্গিরা আগেও বেশ কয়েক বার করেছে। এ বার আরও ভয়াবহতা আর নৃশংসতার নিদর্শন রাখল তারা।
তুরস্কের দুই বন্দি সেনার হাত-পা বেঁধে তাঁদের জীবন্ত পুড়িয়ে মারল আইএস। আর তুলে রাখল তার ভিডিও। ১৯ মিনিটের সেই ভিডিও প্রকাশও করেছে তারা। সেখানে দেখা যাচ্ছে ওই দুই সেনাকে চেইন দিয়ে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওতে ওই জঙ্গিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে তুর্কি ভাষায় হুমকি দিতেও শোনা গিয়েছে।

isis2গত ২৪ অগস্ট থেকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছে তুরস্ক। দু’দিন আগেই আইএস-এর হামলায় ১৮ জন তুরস্ক সেনা নিহত হয়। এত দিনের মধ্যে এটা ছিল সবচেয়ে বড় আঘাত তুরস্কের বিরুদ্ধে। আইএস-এর বিরুদ্ধে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিয়ে ঝাঁপাচ্ছে তুরস্ক। ঠিক এমন সময়ই দুই তুরস্ক সেনাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।

গত মাসেই আইএস-এর সঙ্গে জড়িত এক সংবাদ সংস্থা ‘আমাক’-এ প্রকাশিত করা হয়েছিল যে তুরস্কের দুই সেনাকে অপহরণ করেছে জঙ্গিরা। তুরস্কের ১৮ জন সেনাকে হত্যা করার পর দিনই অপহৃত দুই সেনাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। তারপর ভিডিও প্রকাশ করল আইএস।

 

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

 

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G