দুই লাখ ৯৫ হাজার ১১০ কোটি টাকার বাজেট

প্রকাশঃ জুন ৪, ২০১৫ সময়ঃ ৯:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

muhit_Bujet_sm_614493902২০১৫-১৬ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার দুপুর ৩টা ৩৫ মিনিটে থেকে বাজেট বক্তৃতা উপস্থাপন শুরু হয়।

অর্থায়নের উৎস হিসেবে বাজেটে বলা হয়েছে, বৈদেশিক অনুদান, বৈদেশিক ঋণ, অভ্যন্তরীণ অর্থায়ন, কর ব্যতীত প্রাপ্তি,  জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর ও জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর।

বক্তৃতার শুরুতেই ২০১৪-১৫ অর্থবছরের সম্পূরক বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি জানান, অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৮৪ জাজার ৫শ’ ৫৯ কোটি টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪শ’ ৪৩ কোটি টাকা। এনবিআর থেকে নেবে ১ লাখ ৭৬ হাজার ৩ শ’১০ কোটি টাকা। বৈদেশিক ঋণ নেবে ২৪ হাজার ৩শ’ ৩৪ কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণ নেবে ৫৬ হাজার ৫শ’ ২৩ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত করের হার ৫৯.৮ শতাংশ। এখাতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- ১,৭৬,৩৭০ কোটি টাকা। এ খাতে রয়েছে- মূল্য সংযোজন কর ৩৬.৫ শতাংশ, আমদানি শুল্ক ১০.৬ শতাংশ, আয়কর ৩৬.৮ শতাংশ, সম্পূরক শুল্ক ১৪.৭ শতাংশ ও অন্যান্য ১৪ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে সার্বিক ঘাটতি ধরা দেখানো হয়েছে ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ। এ ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে ৩০ হাজার ১৩৪ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ৫৬ হাজার ৫২৩ কোটি টাকা সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ৩৮ হাজার ৫২৩ কোটি ঋণ নেওয়াScreen-Shot-eco হবে বলে উল্লেখ কর হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রস্তাবিত বাজেট অনুমোদন করেন।

আজ ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০১৫ সালের অর্থবিলও উপস্থাপন করা হবে। প্রস্তাবিত এ বাজেট সংসদে আলোচনার পর ৩০ জুন পাস হবে।

সংসদে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ওপর আলোচনা হবে ৭ জুন এবং ৮ জুন পাস হবে। নতুন অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে ৯ জুন এবং শেষ হবে ২৮ জুন। অর্থ বিল পাসের মাধ্যমে ১ জুলাই থেকে নতুন বাজেট বাস্তবায়ন শুরু হবে।

নতুন অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার জন্য নির্ধারিত করা হয়েছে ৪৫ ঘণ্টা। সাংসদরা প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G