দেশের সর্বাধুনিক খাদ্যগুদাম উদ্বোধন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৭ সময়ঃ ৬:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৩ অপরাহ্ণ

sailo-boguraবগুড়ার সান্তাহারে বাংলাদেশের প্রথম সৌরবিদ্যুত সুবিধাসহ বহুতল খাদ্য গুদামের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার খাদ্য মজুদ বাড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ২০২১ সাল নাগাদ দেশ শতভাগ খাদ্য মজুদের সক্ষমতা অর্জন করবে বলেও  আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রবিবার দুপুরে সান্তাহারে পৌঁছে প্রধানমন্ত্রী বহুতল শীতাতপ নিয়ন্ত্রিত খাদ্যগুদামটি উদ্বোধন করেন। এরপর বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। বিকেলে সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় বক্তৃতা করেন শেখ হাসিনা।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় প্রায় ২৩২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে খাদ্য অধিদপ্তর এই আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত গুদামটি নির্মাণ করে। এটি সৌরশক্তির সাহায্যে পরিচালিত হবে এবং এখানে সারা বছর খাদ্যশস্য মজুদ থাকবে। নিয়ন্ত্রিত তাপমাত্রায় সংরক্ষণ করা হবে বিধায় এতে খাদ্যগুণ অটুট থাকবে।

২৫ হাজার মেট্রিকটন ধারণক্ষমতার এই গুদামের কাজ শেষ হয়, গত বছরের জুনে। খাদ্যবিভাগের কর্মকর্তারা জানান, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এ ধরণের খাদ্যশস্য সংরক্ষণাগার নেই।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এ সময় গুদাম প্রাঙ্গণে একটি আমগাছের চারাও রোপণ করেন।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G