দ্বিধা-দ্বন্দ্বের ভোট চলছে গ্রিসে
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধার প্রশ্নে ঋণদাতাদের শর্ত মেনে নেবে কি না এ বিষয়ে রবিবার গণভোট অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ভোট চলবে এবং স্থানীয় সময় রাত ৯টার দিকে ভোটের প্রাথমিক ফলাফল জানানো হবে।
দেশটির প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস ‘না’ ভোটের পক্ষে অবস্থান ব্যক্ত করে জোর প্রচারণা চালিয়েছেন। যদিও বেশিরভাগ গ্রিক ‘না’ ভোট দিলেও তা আন্তর্জাতিক ঋণের ক্ষেত্রে গ্রিসকে তেমন একটা সুবিধাজনক স্থানে এনে দেবে না, তবে ঋণদাতাদের বিরুদ্ধে লড়াইয়ে সিপ্রাসকে শক্তি ও সমর্থন জোগাবে।
বিভিন্ন জরিপে দেখা গেছে অর্থনীতি পুনরুদ্ধার প্রশ্নে ‘হ্যাঁ’/‘না’ উভয় দিকেই প্রায় সমান সমান জনমত রয়েছে।
তবে দেশটির সরকারের পক্ষ থেকে জনগণকে বলা হয়েছে, ‘না’ ভোটের মধ্য দিয়ে দেশটি ইউরোজোন থেকে বেরিয়ে যাবে না। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় গণমাধ্যমে গত শনিবার গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস বলেছেন, গ্রিসকে ইউরোজোন থেকে বহিষ্কার করার আইনগত ভিত্তি ইউরোপীয় ইউনিয়নের নেই।
প্রতিক্ষণ/এডি/জুয়েল