দ্রুত বিচারে ব্লগার রাজীব হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক :
ব্লগার রাজীব হায়দার হত্যা মামলাটি মহানগর দায়রা জজ আদালত থেকে দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক আদেশে মামলাটি দ্রুত বিচার-৩ আদালতে বদলি করেন।
এখন থেকে মামলার কার্যক্রম বিচারক সাঈদ আহমদের আদালতে অনুষ্ঠিত হবে।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে আততায়ীর হাতে নিহত হন রাজীব হায়দার শোভন। এ ঘটনায় নিহতের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ সিএমএম আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ৫৫ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়।
প্রতিক্ষণ/এডি/নুর