ধানমন্ডিতে স্যামসাং এর নতুন এক্সক্লুসিভ জোন

প্রকাশঃ মার্চ ১০, ২০১৭ সময়ঃ ১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৭ পূর্বাহ্ণ

বিশ্বের শীর্ষ কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিক্স, ধানমন্ডি ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য এক ছাদের নিচে স্যামসাং-এর সব আসল পণ্যের চাহিদা মেটাতে নতুন একটি এক্সক্লুসিভ জোন উদ্বোধন করেছে।

ট্রান্সকম ডিজিটাল পরিচালিত এই এক্সক্লুসিভ জোনটি ধানমন্ডির সাতমসজিদ রোডে পাওয়া যাবে।

ধানমন্ডির ১২শ স্কয়ার ফুটের এই এক্সক্লুসিভ জোনে গ্রাহকরা ক্রয় করতে পারবেন টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং স্মার্টফোনসমূহ।এছাড়া গ্রাহকরা উপভোগ করতে পারবেন ইলেকট্রনিক ডিভাইসগুলোর ওয়ান স্টপ শপিং অভিজ্ঞতা, যা গ্রাহকদের প্রতি স্যামসাং- এর প্রতিশ্রুতিই অংশ।

ধানমন্ডির এ এক্সক্লুসিভ জোনটি উদ্বোধন করেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ- এর ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন। আরও উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স-এর হেড অব বিজনেস ফিরোজ মোহাম্মদ, ট্রান্সকম গ্রুপের ডিরেক্টর আরশাদ ওয়ালিউর রহমান, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের সিও আরশাদ হক এবং হেড অব বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী।

বিস্তারিত জানতে কল করতে পারেন এ নাম্বারে: ০৯৬১২-৩০০-৩০০, ০৮০০০-৩০০-৩০০ অথবা ভিজিট করুন স্যামসাং- এর ফেসবুক পেজ www.facebook.com/SamsungBangladesh/

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G