নগরকান্দা উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশঃ মে ৬, ২০১৫ সময়ঃ ১০:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১২ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

nagor kandaফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বুধবার সকাল ৮টা থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটাররা ৯টি ভোটকেন্দ্রের ২৬টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

তবে আগামী পৌর নির্বাচনের ছয় মাস বাকি থাকায় ছয় মাসের জন্য এ নির্বাচনে ভোটারদের আগ্রহ কম দেখা দিয়েছে। বিভিন্ন কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম।

নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রায়হান মিয়া নারিকেল গাছ প্রতীক ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৫শ’ ১৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৭শ’ ৮৯ জন ও নারী ভোটার ৩ হাজার ৭শ’ ৩০ জন।

নগরকান্দা পৌরসভার নির্বাচিত মেয়র জাহিদ হোসেন খোকন রাজাকার মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিমী হওয়ায় এ পদটি শূন্য হয়। নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পর থেকেই জাহিদ হোসেন খোকন রাজাকার পলাতক রয়েছেন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G