নতুন চমক নিয়ে আসছে আইফোন-৮

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৭ সময়ঃ ৬:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩২ অপরাহ্ণ

01 খুব শীঘ্রই বাজারে আসছে অ্যাপলের নতুন ফোন আইফোন-৮। নতুনত্ব হিসেবে ফোনটিতে থাকছে না কোন অ্যালুমিনিয়াম ব্যাক কভার। এর পরিবর্তে ফোনটিকে স্টেইনলেস স্টিল দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে। সময় ও খরচ কমানোর জন্যই ব্যবহার করা হচ্ছে স্টেইনলেস স্টিল । ফোনটিতে সামনে থাকছে ধাতব ফ্রেম দিয়ে ঘেরা কাঁচ।

ওএলইডি কার্ড ছাড়াও ফোনের ক্যামেরা ও স্পিকারের ক্ষেত্রেও থাকছে নতুনত্ব। এর আগে আইফোন ৭-এর ক্ষেত্রে তারহীন ইয়ারফোন এনেছিল অ্যাপল। এবার স্ক্রিনের নিচেই থাকবে ক্যামেরা ও স্পিকার। দুটোই আকার এতটাই ছোট হবে যা চোখে দেখা যাবে না। নানাধরনের সেন্সর রয়েছে ফোনটিতে। এর ফলে সহজেই স্ক্রিনে আসবে নানা রকমে ইনফরমেশন।

মার্কিন সংস্থা Foxconn electronics থেকে নেওয়া হচ্ছে এই ফোনের উপাদান। বলা হচ্ছে । আইফোন-৮ ই হবে অ্যাপল সিরিজের সবথেকে মজবুত স্মার্টফোন।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G