নতুন ইউটিউব ব্যবহারকারীরা যা মনে রাখবেন
অনেক আশা ভরসা করে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। সকাল বিকাল চলছে ভিডিও আপলোড। কিন্তু হায় দিন কয়েক পর সব আশা শেষ। আপনার মনে হচ্ছে, কিচ্ছু হবে না এই চ্যানেলে ভিডিও আপলোড করে। তাহলে এত এত মানুষ পারছে কী করে? আসলেই তাই। হতাশ না হয়ে বরং চালিয়ে যান। আর কিছু পরামর্শ মাথায় রাখতে পারেন:
* ইউটিউবে কাজ শুরু করার আগে প্রথমে সময় নিয়ে ভিডিও টপিক্স নিয়ে চিন্তা করুন এবং টপিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য।
* একটা ভিডিও তৈরী করছেন এবং আপলোড করছেন কিন্তু ভিউ হচ্ছে না তাই আপনার মন খারাপ। মন খারাপ না করে ভিডিও আপলোড করেন, এসইও করেন, স্যোসাল শেয়ারিং করতে থাকুন।
* কপি ভিডিও নিয়ে চ্যানেল করবেন এইটা কখনও চিন্তাই করবেন না।
* আপনি ধৈর্য ধরে কাজ করতে থাকুন দেখবেন আপনি সফল হবেনই।
* ২/৩ মাস কাজ করে যদি ভাল ভিউ না হয় মন খারাপ না করে কাজ করতে থাকুন।
* এডসেন্স এপ্রোভ হওয়ার আগে আপনার চ্যানেলে বাংলা ইউজ করবেন না। কারন বাংলা থাকলে ইদানিং এডসেন্স এপ্রোভ করে না।
* কখনও স্প্যামিং করবেন না। স্প্যামিং থেকে সব সময় দূরে থাকুন।
* আপনার চ্যানেলটি যদি নতুন হয় তাহলে ইউটিউব আপনার চ্যানেল খুবই ভাল করে মনিটরিং করে। আর সামান্য কোন ভুল পেলেই স্ট্রাইক বা সাসপেন্ড করে দেয়।
* প্রথম ৪/৫ মাস খুবই সাবধানে কাজ করুন। কারন এই সময়ই বেশীরভাগ চ্যানেল সাসপেন্ড করে দেয়।
* এভাবে ১ বছর কাজ করুন দেখবেন ভাল রেজাল্ট হয়েছে।
প্রতিক্ষণ/এডি/শাআ