‘নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব অর্পণ করতে চাই’

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০১৬ সময়ঃ ২:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৮ অপরাহ্ণ

hasina-1জীবিত থাকতেই নতুন নেতৃত্বের হাতে আওয়ামী লীগের দায়িত্ব তুলে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ৩৫ বছর দায়িত্ব পালন করে আসছি। দলকে যে সময় দিয়েছি, আমার ছেলে-মেয়েদেরও সে সময় দিতে পারিনি। আমার বয়স এখন সত্তরের উপরে। এখন নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব অর্পণ করতে চাই।

রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চলছে রুদ্ধদ্বার এ কাউন্সিল অধিবেশন।

সারা দেশের কাউন্সিলররা এ সময় সমস্বরে ‘না’, ‘না’ বলে তার এ বক্তব্যের বিরোধিতা করেন এবং শেখ হাসিনাকেই মূল নেতৃত্বে থাকতে হবে বলে সাফ জানিয়ে দেন। তারা প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষেও ‘জয়’, ‘জয়’ বলে স্লোগান দিতে থাকেন।

প্রতিক্ষণ/এডি/ফম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G