নতুন বছর হোক সুস্থ মানসিকতার বছর
দুর্বার :
আপাতত দৃষ্টিতে মা ও শিশুর ঘুমন্ত চিত্র মনে হলেও এই ছবিতে লুকিয়ে আছে অপরিসীম কষ্ট। ছোট বাচ্চাটি মৃত। সকালে কোন এক অটো ড্রাইভার গাড়িচাপা দিয়ে মেরে ফেলেছে এই ছোট প্রাণটিকে। মা প্রতিবাদ করেছিল হয়তো, তবে যান্ত্রিক সমাজ তার প্রতিবাদের দাম দেয়নি। অবশ্য আমাদের সমাজে মানবশিশু হত্যার বিচার নেই, আর এ তো কুকুরছানা! তার আবার বিচার কী?
সকাল ১১ টা থেকে মা বসে আছে তার বাবুর পাশে। বাবু নড়াচড়া করে না তবুও ছেড়ে চলে যাচ্ছে না। বিকেলবেলা ঘাতক অটো রাস্তার পাশ দিয়ে যাবার সময় অনেকটা পথ ধাওয়া করে বলে জানা যায়।
মায়ের মন বড্ড অশান্ত। তাই বাচ্চাকে দূরে নিতে দেয়নি সারাদিনেও। যখন রাতে শীত নামলো, বাচ্চাকে পাশে নিয়ে গুটিশুটি মেরে শুয়ে গেল। প্রাণহীন দেহটির প্রতি গভীর মায়া ধরানো উষ্ণতা বিলিয়ে দিল। এজন্যেই সে মা, মমতার আঁধার।
২০১৬ চলে গেল কিছুক্ষণ আগে, সবাই নতুন বছর বরণে ব্যস্ত। তবে এই ক্ষুদ্র মায়ের বুক আজ খালি। তার একমাত্র চিন্তা তার খোকাকে কীভাবে আগলে রাখা যায়। যে মনুষ্য সন্তান সে মায়ের বুক খালি করেছে; তাদের হাতে কখনও তার যক্ষের ধনকে তুলে দিতে সে ভরসা পায় না। তাইতো নিজের কাছেই সারাদিন আগলে রেখেছে।
নতুন বছর হোক সুস্থ মানসিকতার বছর। নতুন বছর হোক উদার মানবিকতার বছর। পুরোনো ভুলকে মাড়িয়ে সত্য, সুন্দর ও সাহসিকতার দিকে ধাবিত হোক প্রতিটি মানুষ। শুভ হোক আগামীর পথচলা। একটি প্রাণও যেন হারিয়ে না যায় অবোধ মানসিকতার কাছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
প্রতিক্ষণ/এডি/শাআ