চবি প্রতিনিধি :
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল বেতন অবনমন ও বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বাদ দেয়ায় প্রস্তাবিত বেতন কাঠামোকে নাকচ ঘোষনা করে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
চবি শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মাদ আবুল মনসুর ও সাধারন সম্পাদক ড. কাজী এস এম খসরুল আলম এ বিবৃতি দেন ।
বিবৃতিতে বলা হয়, ফরাস উদ্দীন বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সরকার অষ্ঠম বেতন কাঠামো চূড়ান্ত করতে যাচ্ছে । কাঠামোর প্রস্তাবনায় সিলেকশান গ্রেড প্রাপ্ত সিনিয়র অধ্যপকদের বেতন কাঠামো এক দাপ নিচে বিবেচনা করা হয়েছে এবং উল্লিখিত বেতন কাঠমোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের মূল বেতন সপ্তম বেতন কাঠামোর থেকে এক দাপ নিচে মূল্যায়নের সুপারিশ করা হয়েছে। যা শিক্ষক সমাজকে দারূন ভাবে ব্যাথিত করেছে ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের পক্ষে সিলেকশন গ্রেড বহাল এবং সিনিয়র অধ্যাপকদের মূল বেতন সিনিয়র সচিব ও সচিবদের বেতনের সমতূল্য করা এবং পরবর্তী ধাপ সহযোগি অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো সিরিয়াল অনুযায়ী নির্ধারনের জোর দাবি জানানো হয়।
প্রতিক্ষণ/এডি/নুর