নতুন ১০ বিচারপতির শপথ গ্রহণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১১:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৪ পূর্বাহ্ণ

court 2সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ১০ অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে (সাবেক সড়ক ভবন) তাদের শপথবাক্য পাঠ করান।

এময় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারপতি উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি দুই বছরের জন্য এ দশজনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

নিয়োগ পাওয়া নতুন ১০ বিচারপতি হচ্ছেন আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় প্রদানকারী বিচারক ও অবসরপ্রাপ্ত মহানগর দায়রা জজ (চট্টগ্রাম) এস এম মজিবর রহমান, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমদ শিবলী, গাজীপুর জেলা ও দায়রা জজ আমির হোসেন, সুপ্রিমকোর্টের আইনজীবী খিজির আহমেদ চৌধুরী, সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, সুপ্রিমকোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী, সুপ্রিমকোর্টের আইনজীবী এম ইকবাল কবির লিটন, সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই দশজনকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এরপর দুই বছর রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হবে।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G