আ. লীগের সাথে জঙ্গিদের সম্পর্ক

প্রকাশঃ জানুয়ারি ৫, ২০১৬ সময়ঃ ২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Khaleda-05.01.16আওয়ামী লীগের সাথে জঙ্গিদের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। জঙ্গিরা বিভিন্ন স্থানে বোমা হামলা চালানোর পরও আওয়ামী লীগ তাদের গ্রেফতার করেনি।তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেয়নি।

তিনি বলেছেন, আওয়ামী লীগের উচিৎ ‘সবাইকে নিয়ে’ আলোচনা করে অবিলম্বে একটি ‘অবাধ, সুষ্ঠু’ নির্বাচন করার জন্য সুষ্ঠু ‘পরিবেশ সৃষ্টি করা’। 

“জোর করে বসে আছে, নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব তাদের,” বলেন খালেদা।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে খালেদা বলেন, “সঠিক পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন। না হলে কিন্তু জনগণ কখন জেগে উঠবে বলা যায় না। জনগণকে ঠেকিয়ে রাখা যাবে না।”

 বিএনপিনেত্রী বলেন, “মানুষ গুম করে, খুন করে রাজতন্ত্র কয়েম করার যে চেষ্টা আপনারা করছেন, আমার মনে হয় তা কোনো ভালো ফল বয়ে আনবে না।”

সরকার বিএনপি নেতাকর্মীদের ‘ফাঁদে ফেলার’ জন্য ‘কথায় কথায়’ নতুন আইন করছেন বলে অভিযোগ করেন খালেদা। 

সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- আহ্বায়ক কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে জে (অব) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জে (অব) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক আবদুস সালাম আজাদসহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

সমাবেশ ঘিরে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুরের আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে তারা জড়ো হতে থাকেন নয়া পল্টনে সভামঞ্চের সামনে।  

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G